ক্রীড়া ডেস্কঃ
গোল উদযাপনের সময় দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে জার্সি খুলে ফেলায় জরিমানা গুনতে হচ্ছে লিওনেল মেসিকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে ৬০০ ইউরো জরিমানা করেছে লা লিগা কর্তৃপক্ষ।
কাম্প নউয়ে গত রোববার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের জয়ে দলের চতুর্থ গোলটি করেন মেসি। গোলের পর জার্সি খুলে ফেলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার, পরনে ছিল পূর্বসুরি মারাদোনার স্মরণে নিওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার এই দল থেকেই কাম্প নউয়ে যোগ দিয়েছিলেন মেসি যে দলের হয়ে একসময় খেলেছিলেন মারাদোনাও।
আর্জেন্টাইন তারকার আর্থিক জরিমানার বিষয়টি লিগ কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার জানিয়েছে দেশটির গণমাধ্যম। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন হাজার ইউরো।
কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মারাদোনা।
সূত্রঃ বিডিনিউজ