নিজস্ব প্রতিবেদক, রামুঃ
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগ উদ্বোধনী দিনেই পূর্ণ পয়েন্ট অর্জন করেছে ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দল। ছোটদের দলে ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়োড় সচীন বড়ুয়া প্রথমার্ধের ৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয়। ‘ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দল’ দাপটের সাথে খেলেও খেলার শেষ মিনিট পর্যন্ত কোন গোল করতে পারেনি। অপরদিকে বড়দের দলে ট্রাইব্রেকারে অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল ৩-১ গোলে ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি ফুটবল দলকে হারিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
বৃহস্পবিার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগ উদ্বোধন করেন, প্রধান অতিথি রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্ত: ফুটবল লীগ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, কক্সবাজার জেলা ফুটবল এসাসিয়েশনের সদস্য ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক সহ-সভাপতি মো. হোসাইন সানী, সমাজকর্মী গিয়াস উদ্দিন কোং, রাজনীতিক আনছারুল হক ভূট্টো, শিক্ষক তাজল বড়ুয়া প্রমুখ। উদ্বোধনী দিনেই রামুতে অন্ত: ফুটবল লীগকে ঘিরে খুদে ফুটবল খেলোয়াড় সহ সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার উদ্বোধনী খেলায় ‘ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দল’কে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দল’। অপরদিকে উদ্বোধনী দিনের বড়দের দলে দ্বিতীয় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এতে পেনাল্টি শুট আউটে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে ‘অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ৩-১ গোলে ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি ফুটবল দল’কে হারিয়েছে। ‘ফলে অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ২ পয়েন্ট এবং ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি ফুটবল দল’ ১ পয়েন্ট অর্জন করে।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগ উদ্বোধনী ছোট ও বড়দলের দুইটি খেলা পরিচালনায় অসিত পাল রেফারী, রিদোয়ান হোছাইন ও নুরুল কবির সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন। খেলা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, সহ-পরিচালক সুমন বড়ুয়া, মুকুট বড়ুয়া, টিপু বড়ুয়া, বিকাশ বড়ুয়া। খেলার ধারাভাষ্যে ছিলেন, বিপ্লব মল্লিক।
উদ্বোধনী দিনের ছোটদের খেলায় ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলে’ খেলেছে, জিহাদী (অধিনায়ক), স্বপ্নিল বড়ুয়া বর্ণ (গোলরক্ষক), আকিব, মাহিদ, ছন্দক, রাহি, শংকর, সচীন, ইয়াসিন, সাইফুল, প্রাঞ্জন, অর্ঘ্য। ‘ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দলে’ খেলেছে শাহেদ (অধিনায়ক), আবরার (গোলরক্ষক), নুরুল আরফাত, কায়ছার, আকাশ, আদিত্য, তন্ময়, আনাছ, তুর্জয়, আরিফ, ইসমাম।
উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি ফুটবল দলে খেলেছে, জমির উদ্দিন (অধিনায়ক), তালেব (গোলরক্ষক), তাহিব উদ্দিন, তাকিব, ওমর ফারুক, জসিম উদ্দিন, ইমন, শান্ত, আকিব, আবছার, সাকিব, নিঝুম, রাশেদুল ইসলাম। ‘অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলে’ খেলেছে, রমজান (অধিনায়ক), সাইফুল (গোলরক্ষক), মহসিন, নুর, চাঁদ, জয়নাল, ওবামং, খলিল, আকিব, মহিউদ্দিন, ইমাম, রাসেল, রানা বড়ুয়া।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগের দ্বিতীয় দিন শুক্রবার (১ জানুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছোটদল ও বড়দলের দুইটি খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের প্রথম খেলায় ছোটদলে ‘নুরুল ইসলাম বাচ্চু মিয়া স্মৃতি ফুটবল দল’ মুখোমুখি হবে ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলের সাথে এবং দ্বিতীয় খেলায় বড়দলে ‘মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান স্মৃতি ফুটবল দল’ মুখোমুখি হবে ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দলের সাথে।