অনলাইন ডেস্কঃ
নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোবে বলে আশাপ্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, “নব বারতার সম্ভবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। সবার জীবন ও জীবনবোধ উদ্ভাসিত হোক, ডানা মেলুক আশার প্রজাপতি।
“দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়- এটাই হোক আজকের প্রত্যাশা।”
তিনি বলেন, “বাংলাদেশ নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।”
সূত্রঃ বিডিনিউজ