নিজস্ব প্রতিবেদক, রামুঃ
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগে বড়দের খেলায় জয় নিশ্চিত করেছে ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দল’। অন্ত: ফুটবল লীগের চতুর্থ দিনের বড়দের খেলায় ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ৩-০ গোলে শক্ত প্রতিপক্ষ ‘ওসমান সরওয়ার আলম চৌধূরী স্মৃতি ফুটবল দল’কে পরাজিত করেছে। ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দলের’ পক্ষে খেলার প্রথমার্ধে নুরুল কবির, দ্বিতীয়ার্ধে মো. রিফাত ও সাইমুম ছিদ্দিকী গোল করে দলের বিজয় নিশ্চিত করে। অপরদিকে ছোটদের ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ বনাম ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের’ খেলাটি নির্ধারিত সময়ে গোল শূণ্যভাবে শেষ হয়েছে। ফলে খেলা ট্রাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। এতে ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ৩-২ গোলে ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলকে’ পরাজিত করে। ট্রাইব্রেকারে খেলা নিষ্পত্তি হওয়ায় অন্ত: ফুটবল লীগের নিয়ম অনুযায়ী ছোটদের খেলায় ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ২ পয়েন্ট এবং ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ১ পয়েন্ট অর্জন করেছে। বড়দের খেলায় ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে।
রবিবার (৩ জানুয়ারি) রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ দিনের খেলায় খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বক্তৃতা করেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো। এ সময় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় সহ রামু ফুটবল ট্রেনিং সেন্টারের খুদে ফুটবল খেলোয়াড়, কর্মকর্তা এবং সাবেক ফুটবলারা উপস্থিত ছিলেন। রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগের চতুর্থ দিনের দুইটি খেলা পরিচালনায় সুফল বড়ুয়া আব্বু রেফারী, আসিফ সাওয়াল ও আবু ইউসুফ চৌধূরী নূর সহকারী রেফারির দায়িত্ব পালন করেন।
খেলায় ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলে’ খেলেছে, হোবাইব (অধিনায়ক), দৃশ্য বড়ুয়া (গোলরক্ষক), রিজোয়ানুল হক তাওসিফ, ঐশিক, অংশু বড়ুয়া, আরফিন, পিওস, জাহাঙ্গীর, জনি, প্রিতম। ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলে’ খেলেছে, জিহাদী (অধিনায়ক), স্বপ্নিল বড়ুয়া বর্ণ (গোলরক্ষক), শচীন বড়ুয়া, আকিব, মাহিদ, ছন্দক, শুভাশীষ বড়ুয়া অর্ঘ্য, রাফি, শংকর, ইয়াসিন, সাইফুল, প্রাঞ্জন।
বড়দের খেলায় ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দলে খেলেছে, জমির উদ্দিন (অধিনায়ক), মো. মাহিন (গোলরক্ষক), কবির, রিফাত, আবদুর রহমান, শফিক, মো. জিগর, ইসমাইল, জয়নাল উদ্দিন, রিদোয়ান, আবদুল্লাহ, ওমর ফারুক। ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি ফুটবল দলে খেলেছে, জমির উদ্দিন (অধিনায়ক), তালেব (গোলরক্ষক), জসিম উদ্দিন, শান্ত বড়ুয়া, ওমর ফারুক, আকিব, শরিফুর রহমান তালিক, আবছার, নিঝুম বড়ুয়া, ইমন শর্মা, তাওসিফ, রাশেদ মাহমুদ।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগের পঞ্চম দিন সোমবার (৪ জানুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছোটদল ও বড়দলের দুইটি খেলা অনুষ্ঠিত হবে। পঞ্চম দিনের বিকাল ৩টায় প্রথম খেলায় ছোটদলে ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ মুখোমুখি হবে ‘ফরোখ আহমদ চৌধুরী লালু স্মৃতি ফুটবল দলের’ সাথে এবং দ্বিতীয় খেলায় বড়দলে বিকাল ৪টায় ‘মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান স্মৃতি ফুটবল দল’ মুখোমুখি হবে ‘ওসমান সরওয়ার আলম চৌধূরী স্মৃতি ফুটবল দলের’ সাথে।
এদিকে রবিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় দক্ষিণ শ্রীকুল মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী হয়েছে রামু ফুটবল ট্রেনিং সেন্টার। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুল মাঠে অনুষ্ঠিত নকআউট পদ্ধতির এ খেলায় ট্রাইব্রেকারে রামু ফুটবল ট্রেনিং সেন্টার ৫-৪ গোলে দরগাহপাড়া দুরন্ত সেভের ষ্টার ফুটবল দলকে পরাজিত করেছে। অধিনায়ক রমজান আলীর নেতৃত্বে রামু ফুটবল ট্রেনিং সেন্টার এ টুর্ণামেন্টের উদ্¦োধনী খেলায় দলের বিজয় নিশ্চিত করে। দক্ষিণ শ্রীকুল মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় রামু ফুটবল ট্রেনিং সেন্টারের সাইফুল ইসলাম।