নিজস্ব প্রতিবেদক, রামুঃ
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগের ষষ্ঠ দিনের খেলায় জয়ী হয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ‘নুরুল ইসলাম বাচ্চু মিয়া স্মৃতি ফুটবল দল’। গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) রামুতে অন্ত: ফুটবল লীগের ষষ্ঠ দিনের ছোটদের খেলায় ট্রাইব্রেকারে ‘নুরুল ইসলাম বাচ্চু মিয়া স্মৃতি ফুটবল দল’ ৩-২ গোলে ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দল’কে পরাজিত করে। নির্ধারিত সময়ে উভয় দল আক্রামণ পাল্টা আক্রমণে খেলেও গোলের দেখা পায়নি কেউ। ফলে ট্রাইব্রেকারে খেলা নিষ্পত্তি করা হয়। মঙ্গলবারের খেলায় ট্রাইব্রেকারে জয়ী হয়ে ‘নুরুল ইসলাম বাচ্চু মিয়া স্মৃতি ফুটবল দল’ ২ পয়েন্ট এবং ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ১ পয়েন্ট অর্জন করে। উভয় দল নিজেদের তিন খেলায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান নেয়। ফলে রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগের ছোটদের খেলায় ফাইনালে আবারও ‘নুরুল ইসলাম বাচ্চু মিয়া স্মৃতি ফুটবল দল’ মুখোমুখি হবে ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের সাথে।
বড়দের খেলায় ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ১-০ গোলে ‘অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’কে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দলের’ জিগর গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। গোল পরিশোধে মরিয়া হয়ে খেলেও শেষ রক্ষা করতে পারেনি ‘অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’। নির্ধারিত সময়ে খেলা ১-০ গোলে শেষ হয়। তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ ফাইনালে খেলার অবস্থান নিশ্চিত করে।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগের ষষ্ঠ দিনের ছোটদের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের’ অধিনায়ক সোহান আবেদীন জিহাদী এবং বড়দের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দলের অধিনায়ক রিদোয়ান। দুইটি খেলায় সুফল বড়ুয়া আব্বু রেফারী, জমির উদ্দিন ও আসিফ সাওয়াল সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন, ওমর ফারুক মাসুম।
খেলায় ‘নুরুল ইসলাম বাচ্চু মিয়া স্মৃতি ফুটবল দলে’ খেলেছে রবিউল হাসান (অধিনায়ক), হাবিব কালাম সায়মন মেনু (গোলরক্ষক), সুজয় বড়ুয়া, সারওয়াত ওবাইদ ওয়াফী, অংকন বড়ুয়া জয়, নাহিয়ান, আলাউদ্দিন, নবজীত শর্মা, শ্রেয়ান বড়ুয়া, রাবিব, আরিফ। ‘খোকা মোহন বড়ুয়া স্মৃতি ফুটবল দলে’ খেলেছে, সোহান আবেদীন জিহাদী (অধিনায়ক), স্বপ্নিল বড়ুয়া বর্ণ (গোলরক্ষক), শচীন বড়ুয়া, আকিব, মাহিদ, ইয়াসিন, বর্ণ, ছন্দক, সাইফুল, শুভাশীষ বড়ুয়া অর্ঘ্য, রাফি, প্রাঞ্জল। বড়দের খেলায় ‘অমিয় বড়ুয়া স্মৃতি ফুটবল দলে খেলেছে, রিদোয়ান (অধিনায়ক), মো. মাহিন (গোলরক্ষক), কবির, রিফাত, আবদুর রহমান, জমির উদ্দিন, শফিক, মো. জিগর, ইসমাইল, জয়নাল উদ্দিন, আবদুল্লাহ, ওমর ফারুক। ‘অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দলে’ খেলেছে, রমজান আলী (অধিনায়ক), সাইফুল (গোলরক্ষক), চাঁদ, জয়নাল, মহসিন, আমীন, ওবামং, নজরুল, নুর, মহিউদ্দিন, ইমাম।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার অন্ত: ফুটবল লীগের সপ্তম দিন বুধবার (৬ জানুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বড়দলের একটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় মুখোমুখি হবে ‘মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান স্মৃতি ফুটবল দল’ বনাম ‘অমল বড়ুয়া স্মৃতি ফুটবল দল’।