খালেদ শহীদ, রামুঃ
কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, জাতীয় ফুটবলার বিজন বড়ুয়া আমাদের গর্ব, আমাদের অহংকার। রামুর কৃতিসন্তান ফুটবলার বিজন বড়ুয়া জাতীয় পর্যায়ে ভূমিকা রেখেছেন। একজন ফুটবলার হিসেবে বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। পরপর তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য নির্বাচিত হয়েছেন। বিজন বড়ুয়ার গৌরবদ্বীপ্ত কর্ম, রামুর জন্য গৌরব এনে দিয়েছেন। রামুর সম্মান রক্ষা করেছেন। রামুবাসীর ইজ্জ্বত বাড়িয়ে দিয়েছেন। রামুবাসীও তাঁর নামে একটি সড়কের নামকরণ করে, ফুটবলার বিজন বড়ুয়াকে সম্মান জানাতে চায়। তিনি বলেন, রামুতে কেউ নিজ উদ্যোগে মন্দির নির্মাণ করেননি। ধর্মীয় অনুভূতি সম্পন্ন বিজন বড়ুয়া রামুতে নিজ উদ্যোগে বৌদ্ধ মন্দির নির্মাণ করেছেন। ধর্মের জন্যেও বিজন বড়ুয়া অনন্য অবদান রেখেছেন।
শনিবার (৯ জানুয়ারি) বিকালে রামুতে ‘ফুটবলার বিজন বড়ুয়া সড়ক’ উদ্বোধন অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে চাতপ্রু মহাজন পরিবার (বিজন বড়ুয়ার পূর্বপুরুষ) ও হাইটুপি গ্রামবাসিরা প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘হাইটুপি হতে জাদিপাহাড়’ প্রায় দুই কিলোমিটার সড়কটি সাবেক জাতীয় ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া নামে নামকরণ করা হয়।
প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতে গেলে, একজন ফুটবলারকে সম্মান জানাতে হবে। এখানে ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেয়া হয় নাই। আমরা গুণীজনদের সম্মান জানাতে চাই। আজ আমরা যারা জীবিত, তারাও এইসব গুণীজনদের মতো ভালো কাজ করতে পারবো। আগামীতে নতুন প্রজন্মের কমবয়সের ছেলেও যদি নিজ অবদানে আলোকিত হয়, তাদেরকেও সম্মান জানাবো আমরা। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ হাইটুপি-জাদিপাহাড় সড়কটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ২০১৬ সালের বন্যা পরবর্তী সময়ে, অনেকবার এই সড়কটি মেরামতের চেষ্টা করেছি। বছরের পর বছর বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কটি মেরামত করতে অনেক বছর লেগেছে। উন্নয়ন মহাপরিকল্পনায় বন্যা দূর্যোগ এলাকার বিশেষ বরাদ্ধে প্রায় ৪ কোটি ৬০ লক্ষ টাকায় সড়কটি নির্মাণ করা হচ্ছে। এই হাইটুপি-জাদিপাড়া সড়কটি জাতীয় ফুটবলার বিজন বড়ুয়ার নামে নামকরণ করা হয়েছে। সড়কটি রামু ফকিরা বাজার হয়ে তেমুহনি পর্যন্ত চার কিলোমিটার বিস্তৃত করা হবে।
রামুর প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা গোলাম কবীর মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ফুটবলার বিজন বড়ুয়া সড়ক’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, কক্সবাজার জেলাপরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ফুটবলার বিজন বড়ুয়ার বড় ভাই রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
‘ফুটবলার বিজন বড়ুয়া সড়ক’ উদ্বোধন অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজারের সদর ও রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। রামু উপজেলার আভ্যন্তরীণ সড়ক রামু বাইপাস ফুটবল চত্ত্বর থেকে চৌমুহনী ষ্টেশন-মেরংলোয়া হয়ে, রামু উত্তর বাইপাস পর্যন্ত এবং রামু চৌমুহনী হয়ে ফতেখাঁরকুল-মরিচ্যা সড়কটি উন্নয়ন মহাপরিকল্পনায় চারলেইনে উন্নিত করা হচ্ছে। রামুর আভ্যন্তরীণ সড়ক দুটো চারলেইনে উন্নিতকরণ কাজ অর্ধপর্যায়ে রয়েছে। অনেক সফলতা আমাদের আছে। এ উন্নয়নের এ ধারাকে বাধাগ্রস্ত করতে কিছু চিহ্নিত মানুষ উল্টাপাল্টা কথা বলছে, তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল রামুতে রাজারকুলের ‘মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধূরী সড়ক’ উদ্বোধন করেন। রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া মৌলভী আমান উল্লাহ চত্বর থেকে দেয়াংপাড়া-নাসির কুল সড়কটি, রাজারকুল ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর নামে নামকরণ করেন এবং নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
সমাজসেবক শামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধূরী সড়ক’ উদ্বোধন অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তৃতা করেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। সভায় বক্তৃতা করেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, ব্যাংকার নুরুল আলম ছিদ্দিকী, অপূর্ব পাল, বিশ্বজিত পাল, জাহাঙ্গীর আলম, সুজন চক্রবর্তী প্রমুখ।
সভায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় শতশত জনগণ উপস্থিত ছিলেন। ‘ফুটবলার বিজন বড়ুয়া সড়ক’ ও ‘মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধূরী সড়ক’ উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, রামু উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন আনছারী।