খালেদ শহীদ, রামুঃ
রামুতে বঙ্গবন্ধু উৎসবের ৬ষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরমাধ্যমে পিতার সংগ্রামে অর্জিত স্বাধীনতার প্রকৃত সুফল দেশের মানুষ ভোগ করছে। যারা স্বাধীনতা বিরোধী ছিলো-তারা এখনো দেশের উন্নয়ন চায় না। তারা আওয়ামীলীগের বিরুদ্ধে সেই ৭১ সালের মতো এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামাত মানেই দেশকে পিছিয়ে নেয়ার ইতিহাস, দেশকে জঙ্গী, সন্ত্রাস, দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করার ইতিহাস। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বিশ্ব বুকে দিয়েছে মর্যাদাশীল দেশের স্বীকৃতি।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধু উৎসবের ৬ষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেনা মোহাম্মদ মোস্তফা কামাল।
খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আবদুল গনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার সভাপতি তৈয়ব উল্লাহ মাতব্বর, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, এড. স্বদেশ শর্মা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এড. নাছির উদ্দিন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ সিকদার প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন-আনছারুল হক ভূট্টো।
বঙ্গবন্ধু উৎসব মঞ্চে ‘বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ, রামুর চেয়ারম্যান আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নাট্যকর্মী পুলক বড়ুয়া ও দীপক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, এড. প্রতিভা দাশ ও মিনহাজ চৌধুরী। দলীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়, কক্সবাজারের ওআইজি, নন্দন এবং ইন্সটিটিউট অব মিউজিক (নৃত্য বিভাগ) এর শিল্পীবৃন্দ। এ ছাড়াও রাতে বঙ্গবন্ধু উৎসব মঞ্চে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।