নিজস্ব প্রতিবেদক, রামুঃ
খিজারীয়ান ৮৬’র তথ্য সম্পাদক, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসিত পালের বড় ভাই রতন পাল (৫৮) পরলোক গমন করেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় রামু হাসপাতাল গেইট পূর্ব কুলাল পাড়া নিজগৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, এক ভাই, আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্যব্যধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত দেড় মাস আগে, তার অসুস্থতা বেড়ে যায় বলে যায় বলে জানান, স্কুল শিক্ষক ছোট ভাই অসিত পাল।
ব্যবসায়ী প্রয়াত রতন পাল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইটস্থ পূর্ব কুলাল পাড়ার প্রয়াত মতিলাল পালের বড় ছেলে। শুক্রবার দুপুর ২টায় পূর্ব কুলাল পাড়া শ্মশানে প্রয়াত রতন পালের দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
খিজারীয়ান ৮৬’র তথ্য সম্পাদক অসিত পালের বড় ভাই রতন পালের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুর বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, খিজারীয়ান ৮৬’র নির্বাহী সদস্য কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ব বিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, লোহাগাড়া আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ ইকবাল, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খিজারীয়ান ৮৬’র সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি রাজনীতিক ও সমাজকর্মী জহির উদ্দিন কাজল, সাহেদ সরওয়ার, সাধারন সম্পাদক গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বড়ুয়া, যুগ্ম-সম্পাদক কক্সবাজার জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, উইথো চিং, সাংগঠনিক সম্পাদক আইনজীবী সহকারী রূপন শর্মা, শিক্ষা সম্পাদক জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, ক্রীড়া সংগঠক প্রবাল বড়ুয়া নিশান, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্যাশিয়ার বিপন বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারন সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, প্রভাত কুমার শর্মা, বৃক্ষ গবেষক কিশোর কুমার বৈদ্য ময়না, ব্যবসায়ী নজিবুল আলম, শফিউল আমিন, রামু চৌমুহনী বনিক সমিতির সদস্য মো. আজিজুল হক ও মুবিনুল হক সহ খিজারীয়ান ৮৬’র সদস্যরা।