খালেদ শহীদ, রামু:
রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। আগামীকাল (৫ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান যোগে পাঁচ দিনের সফরে ভারত রওয়ানা হবেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন বলে জানিয়েছেন, সাইমুম সরওয়ার কমল এমপি। ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মাসহ সরকারি কর্মকর্তারা এ প্রতিনিধি দলের সাথে থাকবেন বলেও তিনি জানান।
পাঁচ দিনের এ সফরে ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফ্লিম ফেস্টিভ্যাল, মুম্বাইতে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রদর্শনি ও আলোচনা সভায় বক্তব্য রাখবেন এবং দার্জিলিং এ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন, সাইমুম সরওয়ার কমল এমপি।
রাষ্ট্রীয় সফর শেষে ১১ ফেব্রুয়ারি ওই প্রতিনিধি দল বাংলাদেশে ফিরবেন এবং পরদিন ১২ ফেব্রুয়ারি নিজ সংসদীয় আসন কক্সবাজারে ফিরবেন জানিয়েছেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।