নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উদযাপন কমিটি- ২০২১ গঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সভায় উক্ত কমিটি গঠিত হয়।
সভায় কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক বাবু শুভংকর বড়ুয়াকে আহবায়ক, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সহ-সভাপতি বাবু মংচেইন চাকমা মংকি কে যুগ্ন আহবায়ক, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া বিটুকে সদস্য সচিব এবং কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়াকে সমন্বয়ক মনোনীত করে উক্ত উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয় সভাপতির বক্তব্য প্রদানকালে পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সুচারুরূপে উদযাপনে উক্ত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা দিতে পরিষদের সকল কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানান।