সোয়েব সাঈদ, রামুঃ
রামুতে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের উদ্যোগে গরীব-দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রামুর ফতেখাঁরকুল, রাজারকুল ও চাকমারকুল ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির একঝাঁক সদস্য।
আইডিবির সহযোগী সংগঠন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ রামু উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. রমজান ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও উখিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ওবাইদুর রহমান, দৈনিক আমাদের সময় এর রামু প্রতিনিধির সোয়েব সাঈদ, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল হাকিম, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক প্রকৌশলী জয়নাল আবেদীন এছাড়াও প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ রামু উপজেলা শাখার দায়িত্বশীল প্রকৌশলী ইলিয়াস, মোঃ হানিফ, পারভেজ, শিহাব সহ স্ব-স্ব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. রমজান ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন-এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ শীতার্থ ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান।