ক্রীড়া ডেস্কঃ
চট্টগ্রাম টেস্টে পরাজয়ের সম্ভাব্য কারণ খুঁজতে গিয়ে অনেকগুলো কারণই চিহ্নিত হয়েছে। কোন সন্দেহ নেই, শেষদিন স্বাগাতিক স্পিনারদের ধারহীন বোলিং, অভিষেক হওয়া কাইল মায়ার্সের অতি মানবীয় ব্যাটিংই ছিল টাইগারদের হারের বড় কারল।
এর বাইরে একাধিক ক্যাচ হয়েছে হাতছাড়া। ভাইটাল ক্যাচ হাতছাড়া করার চড়া মাশুল গুনতে হয়েছে। একই সঙ্গে একাধিক রিভিউ নেয়ার সুযোগ থাকলেও অধিনায়ক মুমিনুল হক বোলার, উইকেটরক্ষক আর ফিল্ডারের সাথে কথা বলে মিলে তা নেননি।
সেটাকে তাৎক্ষণিক ব্যর্থতা বলেই মনে করেন অধিনায়ক মুমিনুল। মুমিনুলের ব্যাখ্যা, ‘এ রকম সিচুয়েশনে আমরা পড়ি নাই কখনো। এখন থেকে হয়ত আমরা অনেক কিছু শিখতে পারব। বিশেষ করে প্রেসার সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ওই সিচুয়েশনে কিভাবে বল করতে হবে, কিভাবে ফিল্ডিং সেটাপ করতে হবে। তো এইগুলো হয়ত শিখতে পারব ভভিষ্যতে কাজে দিবে। আমার কাছে মনে হয় ওরা খুব ভালো ব্যাটিং করেছে। আমরাও কিছু চান্স মিস করেছি।’
শেষ টেস্টে তার দলের লক্ষ্য জয়। একথা জানিয়ে মুমিনুল বলেন, ‘এক্সপেক্টেশন তো সবসময়ই থাকে। আপনাদের যা এক্সপেক্টেশন, এজ অ্যা ক্যাপ্টেস হিসেবে আমারো। এই ম্যাচটা জেতার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। এক্সসাইটেড হয়ে আছে। ইনশাআল্লাহ দেখা যাক কাল কি হয়।’
রিভিউ সম্পর্কে মুমিনুলের ব্যাখ্যা, ‘দেখেন এগুলা তো ইন্সট্যান্ট ডিসিশন। এগুলা নিয়ে আসলে অতো বেশি কথা বলার কিছু নাই। আমার কাছে মনে হয়, ইন্সট্যান্ট ডিসিশনগুলা মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়। খুব কম সময় থাকে ডিসিশনগুলো নেয়ার জন্য। তো এগুলা নিয়ে আপনার অতো বেশি কথা বলার কিছু নাই। আমার কাছে যেটা মনে হয় যে ইনসট্যান্ট ডিসিশনগুরো ওভাবেই নিতে হবে।’
সূত্রঃ জাগোনিউজ