নিজস্ব প্রতিবেদক, রামুঃ
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত রামু সোনালী অতীত ফুটবল লীগে পয়েন্টে শীর্ষস্থান ধরে রেখেছে, মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল। রামু সোনালী অতীত ফুটবল লীগের ষষ্ঠ দিনের খেলায় মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল ২-১ গোলে অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল পরাজিত করে। শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে প্রবীণ ফুটবল খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত এ খেলায় মুখরিত হয়ে ওঠে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। আশি, নব্বই দশকের ফুটবলারদের খেলোয়াড়ী নৈপুণ্য এখনো দর্শক আন্দোলিত করে। প্রজন্ম ফুটবলাররাও উচ্ছ্বসিত হয়ে, প্রবীনদের খেলা দেখে। খেলায় ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন, মমতাজুল আলম স্মৃতি ফুটবল দলের বিদ্যুৎ বড়ুয়া ও অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দলের টিটু বড়ুয়া। খেলার মাঠে ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত দুইজন খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তোলে দেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রবীন খেলোয়াড়রা।
খেলার প্রথমার্ধের আট মিনিটে অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দলকে ১-০ গোলে এগিয়ে নেয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় তাজল বড়ুয়া। গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে মমতাজুল আলম স্মৃতি ফুটবল দলের খেলোয়াড়রা। প্রথমার্ধের ১৫ মিনিটে বর্ষীয়ান ফুটবলার ডা. রবীন্দ্র শর্মার পাশ থেকে বল পেয়ে গোল করে মমতাজুল আলম স্মৃতি ফুটবল দলের স্ট্রাইকার বিদ্যুৎ বড়ুয়া। এতে গোল সমতায় ফিরে আসে উভয় দল। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ খেলা। প্রথম গোল করার ৯ মিনিট পর আবারও গোল করে মমততাজুল আলম স্মৃতি ফুটবল দলকে ২-১ গোলে এগিয়ে নেয়, দলের নির্ভরযোগ্য খেলোয়াড় বিদ্যুৎ বড়ুয়া। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয় গোল করতে। ফলে খেলা শেষ হয় ২-১ গোলে। এ খেলায় আশি দশকের ফুটবল খেলোয়াড় সুবীর বড়ুয়া বুলু, কিশোর বড়ুয়া, শামশুল আলম, দুলাল বড়ুয়া, ব্যোমকেশ বড়ুয়া বুনু, ডা. রবীন্দ্র শর্মা, অনুপ বড়ুয়া, নব্বই দশকের ফুটবলার বাফুফে সদস্য বিজন বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, বিদ্যুৎ বড়ুয়া, ফরিদুল আলম চেয়ারম্যারের খেলা দর্শকদের আন্দোলিত করেছে। আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় অনেকে।
মমতাজুল আলম স্মৃতি ফুটবল দলে খেলেছেন, কাকন বড়ুয়া (গোলরক্ষক ও অধিনায়ক), সুকুমার বড়ুয়া বুলু, প্রতীতি বড়ুয়া, অনুপ বড়ুয়া, নুরুল হক চৌধুরী, ইলক বড়ুয়া, প্রবাল বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু (রিটু বড়ুয়া), মো. ইসহাক পাখি, বিদ্যুৎ বড়ুয়া, ডা. রবীন্দ্র শর্মা। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, ছিদ্দিক আহমদ, নীলোৎপল বড়ুয়া, খালেদ শহীদ, মো. আবু বক্কর ছিদ্দিক, চম্পক বড়ুয়া, আপন বড়ুয়া, চঞ্চল বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, আবদুল হক, আবুল মনসুর, নুরুল কবির হেলাল, রতন মল্লিক, ছালেহ আহমদ, প্রমতোষ বড়ুয়া, টিটু বড়ুয়া। অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দলে খেলেছেন, ওমর ফারুক মাসুম (গোলরক্ষক) (রাজু বড়ুয়া), জিটু বড়ুয়া (অধিনায়ক), কিশোর বড়ুয়া (শামশুল আলম) (ব্যোমকেশ বড়ুয়া), বিজন বড়ুয়া (রূপায়ন বড়ুয়া), টিটু বড়ুয়া, সুবীর বড়ুয়া বুুলু (ফরিদুল আলম চেয়ারম্যান), তাজল বড়ুয়া, মোর্শেদুল আলম (দুলাল বড়ুয়া), শাহ আলম (সুলক বড়ুয়া), রুপন বড়ুয়া, কমল বড়ুয়া (বাবুল বড়ুয়া)। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, সজল বড়ুয়া,পদ্ম বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, শিপন বড়ুয়া। খেলা পরিচালনায় সাইফুল ইসলাম রেফারী, শিল্টন দত্ত ও কামরুল আহসান সোহেল সহকারী রেফারী এবং মু. জাহাঙ্গীর আলম চতুর্থ রেফারীর দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন, রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ পরিচালনা কমিটির আহ্বায়ক পলক বড়ুয়া আপ্পু।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত রামু সোনালী অতীত ফুটবল লীগে ‘মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল’ তিন খেলায় ৮ পয়েন্ট, ‘অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ তিন খেলায় ৬ পয়েন্ট, ‘পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল’ তিন খেলায় ২ পয়েন্ট ও ‘অজিত বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ তিন খেলায় ২ পয়েন্ট অর্জন করছে। রামু সোনালী অতীত ফুটবল লীগের ফাইনাল খেলা শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় আবারও মুখোমুখি হবে ‘মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল’ বনাম ‘অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল’।