সংবাদ বিজ্ঞপ্তিঃ
অমর একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে কক্সবাজারের রামু উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন।
২০ ফেব্রুয়ারী রাত ১২:০১ মিনিটে রামু উপজেলা যুবলীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার নেতৃত্বে রামু উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শহীদ বেদীতে পুস্প মাল্য অর্পনের মধ্য দিয়ে উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ অমর একুশের শহীদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারন করেন। এসময় উপজেলা যুবলীগ নেতা নবিউল হক আরকান, আজিমুল আলম চৌধুরী নিউটন, মো. সালাহ উদ্দিন, নবি আলম নকীবসহ যুবলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।