এ.এম হোবাইব সজীব,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। স্বপরিবারে কক্সবাজার আসলে তিনি শুক্রবার দুপুর ২ টার দিকে পরিবার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসে ঘুরে বেড়ান।
এসময় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সাফারি পার্কের দুটি হাতি তাঁকে স্বাগত জানায়।
মন্ত্রীকে আরো ফুলেল শুভেচ্ছা জানান চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, সহকারী কমিশনার (ভুমি) মাহাবুবউল করিম, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে সাফারি পার্কের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখেন। এসময় ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সাফারি পার্ক শুধুমাত্র পর্যটন নগরী কক্সবাজারের জন্য নয়, এটা পুরো দেশের একটি সম্পদ। এই পার্ককে আরো আধুনিকায়ন করে গড়ে তুলতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম আরো বাড়বে। আর বিদেশী পর্যটকদের আনাগোনা বাড়লে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।