মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামায় এড.মৃদুল বড়ুয়ার মৃত্যুতে ফুল কোট রেভারেন্স ও স্মরণ সভা বুধবার (২৪ ফের্রুয়ারি) বেলা ১২ টায় লামা কোর্ট আদালত প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।
লামা আইনজীবি সমিতির আয়োজনে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন লামা কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান। এড,মানুন মিয়ার পরিচালনায় স্মরণ সভা স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন,লামা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ নুরুল আবছার,সম্পাদক মোঃ জাফর আলম, এড, জামশেদ উদ্দিন,এড,মোঃ ইব্রাহিম, এড,মিজানুর রহমান প্রমূখ।