মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামায় ৭ ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রান্তিক জনপথের মানুষের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে (২০২১-২২ ইং) ভিজিডি চক্রের আওতায় প্রতিমাসে ৩০ কেজি করে ভি.জি.ডি’র চাউল পাচ্ছে ২,৩৬০ পরিবার। সেখানে লামা উপজেলার সরই ইউনিয়নের ভিজিডির চাউল বিতরণ করা হয়। বুধবার (২৪ ফেব্রুয়াটি,২০২১ ইং) সকালে স্থানীয় ইউনিয়নে পরিষদ হলরুমে বিতরণ কাজে অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, ইউএনও মোঃ রেজা রশিদ,এলজিইডি প্রকৌশলী মোঃ মাহফুজুল হক,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল আলম,ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল আলমসহ স্থানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির(২০২১-২২ ইং) ভিজিডি চক্র এর আওতায় প্রতি দুই (২) বছর মেয়াদী লামা উপজেলার ৭টি ইউনিয়নে মধ্যে গজালিয়ায় ৩৫০ পরিবার, লামা সদরে ২৮০ পরিবার, ফাঁসিয়াখালীতে ৪১০ পরিবার,আজিজ নগরে ৩২০ পরিবার,সরইতে ৩২৫ পরিবার,রুপসী পাড়া ৩৪০ পরিবার ও ফাইতং ৩৩৫ পরিবারসহ মোট ২,৩৬০ পরিবার ভিজিডি এ সুবিধা পাচ্ছে।
সেক্ষেত্রে জানুয়ারি মাসের ১ম কিস্তির ৩০ কেজি চাউল ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে।