অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনেতৃত্বের কারণেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পেয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের মাঝে নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘বিশ্ব মহামারি গেল। বাংলাদেশের মহামারির কারণে দেশে কয়েক লাখ লোক মারা যাবে বলে বিদেশিরা মন্তব্য করেছিল। আজকে প্রধানমন্ত্রীর সুনেতৃত্বের কারণে করোনায় সাড়ে আট হাজারের মতো মৃত্যু হয়েছে। পুরো বিশ্বের কয়েকটি দেশের মধ্যে আমরা করোনার ভ্যাকসিন পেয়েছি। প্রধানমন্ত্রীর সুনেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর জন্যই আজ দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, শিক্ষার হার বেড়েছে, গড় আয়ু বেড়েছে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।’
তিনি বলেন, ‘এই সেই জাতি, যে জাতি তার মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধের বিনিময়ে একটি দেশ স্বাধীন করেছে। পৃথিবীতে এরকম কোনো ঘটনা নেই।’
এখন যে বান্দরবান আছে সেই বান্দরবানকে আরও বেশি এগিয়ে নেয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য নতুন নিয়োগকৃত কর্মচারীদের আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে শেষে মন্ত্রী ৫২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর মাঝে নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজি, জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু প্রমুখ।
সূত্রঃ জাগোনিউজ