অনলাইন ডেস্কঃ
প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম পিছিয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করার কথা থাকলেও কারিগরি কিছু ত্রুটি থাকায় তা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী সপ্তাহে এটি শুরু করা হবে।
সোমবার (৮ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি। যেহেতু সফটওয়্যারটা নতুন তাই অনেকে ব্যবহার করতে পারবে না। কারণ এখানে টাইম বাউন্ড অ্যাকশন থাকবে। কোনো শিক্ষক যেন বদলি থেকে বঞ্চিত না হয় সে কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু করছি। পাইলট প্রকল্পের আওতায় ওই উপজেলায় কর্মরত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের এই ওরিয়েন্টশন প্রোগ্রাগের মাধ্যমে ট্রেনিং করানো হবে।’
কবে থেকে অনলাইন বদলি কার্যক্রম শুরু হচ্ছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) মহাপরিচালক বলেন, ‘আমরা ইতোমধ্যে দিকনির্দেশনা দিয়ে দিয়েছে। মাঠ পর্যায়ে দেখানোর জন্য ডেমো ভিডিও তৈরি হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার পর আমরা আগামী সপ্তাহে আশা করছি ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় পাইলট প্রকল্পটি চালু করতে পারবো।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন এটির উদ্বোধন করবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এরই মধ্যে শিক্ষকদের শূন্যপদ ঠিক আছে কি-না তিনি কোথায় কর্মরত আছেন সে বিষয়ে অ্যাড্রেস করা হচ্ছে। কারণ শিক্ষকদের আইডি দেয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের যাবতীয় তথ্য স্ক্রিনে দেখা যাবে।’
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা জানান, শুরুতে ঢাকার পার্শ্ববর্তী উপজেলায় পাইলটিং হিসেবে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে। এতে কোনো ভুলত্রুটি হলে তা সংশোধন করে সব জেলায় একযোগে শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে।
তবে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, ‘দুটি উপজেলায় নয় একটি উপজেলাতেই পাইলটিং প্রকল্প শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু শিক্ষক বদলি কার্যক্রমে এটি একটি নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে। এ জন্য পাইলটিং হিসেবে যেসব ভুলত্রুটি হবে তা দ্রুত সমাধান করা হবে। পাইলটিং কাজ সফল হলে দ্রুত সারাদেশে শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে।’
সূত্রঃ জাগোনিউজ