নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে সংঘদান ও অষ্টপরিষ্কার দানসভা অনুষ্ঠিত হয়েছে। রামু শ্রীকুল সাদাচিং চত্বরে ১৫ আগস্ট সকাল ১০টায় উক্ত দানসভা অনুষ্ঠিত হয়। উখিয়ারঘোনা গ্রামনিবাসী প্রবাসী টাপু বড়ুয়া উক্ত দানানুষ্ঠানের আয়োজন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মহান একুশে পদক প্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ উপসংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংঘদান ও অষ্টপরিষ্কার দান সভায় ধর্মদেশনা দান করেন ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত শীলমিত্র ভিক্ষু এবং ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘আজ মহান জাতীয় শোক দিবস। যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ডের আদৌ জন্ম হত না, যিনি স্বাধীনতা আনতে গিয়ে উচ্চমূল্য দিয়েছেন সেই মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেমপ্রেমের আদর্শ আমাদের সবাইকে ধারণ করতে হবে। আজকের এই দিনেই তিনি স্বপরিবারে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন। আমরা তাঁর পারলোকিক সদগতি কামনা করছি। একইসাথে তাঁর পরিবারের নিহত সকলের পারলোকিক সদগতি কামনা করছি।’