সোয়েব সাঈদ:
রামুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২দিন ব্যাপী কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিলো ১৪ আগষ্ট সকাল ৯টা হতে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে ক, খ ও গ গ্রুপে পবিত্র হিফজুল কোরআন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং স্বরচিত হামদ, নাত, মার্শিয়া পরিবেশন।
১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ, সকাল ৭ টায় রামু উপজেলা পরিষদ মসজিদে হাফেজদের অংশগ্রহনে পবিত্র কোরআন খতম, সকাল ৯টায় শোক র্যালী, ১১ টায় আলোচনা সভা, ১২ টায় পুরষ্কার ও সনদ বিতরণ।
বেলা সাড়ে ১২ টায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিকারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল মাসুদ সিদ্দিকী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আবু তৈয়ব, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ রেজাউল করিম রিজভী, রামু উপজেলা কাজী সমিতির নেতা মাওলানা আবু বকর, রামু উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা নুরুল আজিম, সাধারণ সম্পাক জামাল উদ্দিন আনছারী, সাংগঠনিক সম্পাদক ফোরকান উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভার শেষে প্রধান অতিথি, সভাপতি ও অতিথিবৃন্দ হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরন করেন। সবশেষে বঙ্গবন্ধুর ও তাঁর শহীদ পরিবারের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন রামু উপজেলা পরিষদ মসজিদের খতীব মাওলানা নুরুল হাকিম। মিলাদ পরিচালনা করেন, মাওলানা ছৈয়দুর রহমান।
২ দিন ব্যাপী কর্মসূচী সমূহ পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের রামু উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ সাইফুদ্দিন খালেদ ও মডেল কেয়ারটেকার আবু বকর ছিদ্দিক। এছাড়া বাদ জোহর রামু উপজেলার মসজিদে মসজিদে একইভাবে দোয়া ও মোনাজাত করা হয়।