ক্রীড়া ডেস্কঃ
করোনাভাইরাসের ছোবলে পিছিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ম্যাচ। আইপিএলে সোমবার রাতে মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির।
ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল কর্তৃপক্ষ কিংবা কলকাতার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, করোনাভাইরাস শনাক্ত হয়েছে লেগ স্পিনার বরুন চক্রবর্তী ও পেসার সন্দিপ ওয়ারিয়ারের শরীরে। বাকি সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
কাঁধের স্ক্যানের জন্য সম্প্রতি জৈব সুরক্ষা বলয়ের বাইরে গিয়েছিলেন বরুন। সেখানেই আক্রান্ত হয়ে থাকতে পারেন তিনি।
চলতি আসরে এই প্রথম আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের ভেতরে কারও করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এলো।
সাকিব আল হাসানের দল কলকাতা পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে। প্রথম সাত ম্যাচের কেবল দুটিতে জিতেছে তারা। গত বৃহস্পতিবার আহমেদবাদে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সবশেষ মাঠে নামে তারা। বাজে শুরুর পর টানা তৃতীয়বারের মতো প্লে অফে খেলতে না পারার শঙ্কায় পড়েছে দলটি।
চেন্নাই সুপার কিংস শিবিরেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত দলটির কোনো খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার খবর আসেনি।
পরে ক্রিকইনফোর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ, বোলিং কোচ এল বালাজি ও একজন বাস ক্লিনারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
সূত্রঃ বিডিনিউজ