শহিদুল ইসলাম, উখিয়া:
“গণ মানুষের মুক্তির স্লোগানে, আমরাই আছি সর্বক্ষণ” শ্লোগানে উখিয়া থেকে নতুন উদ্যোমে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল উখিয়া ক্রাইম নিউজ ডট কম। ১৭ আগষ্ট (বুধবার) সকাল ১১ টায় উখিয়া প্রেস ক্লাব মিলনায়তনে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন উখিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কমরুদ্দিন মুকুল। শুভ উদ্ভোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।
উদ্ভোধনী বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পন। সমাজের বাস্তব চিত্র নিরপেক্ষ ভাবে তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করায় হচ্ছে বাস্তব সাংবাদিকতার প্রতিফলন। কারো চরিত্রহনন, বিষোদগার, দেশ সমাজ, ধর্ম ও জনগণের বিরুদ্ধে আচরণ সাংবাদিকতা ও সংবাদপত্রের কাজ নয়। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল ভাল কাজের স্বপক্ষে এবং অনিয়ম-দূর্নীতির বিপক্ষে অবস্থান নিয়ে পাঠক সমাজে বেঁচে থাকায় হবে উখিয়া ক্রাইম নিউজ ডট কম এর লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রথমে উখিয়াকে প্রধান্য দিতে হবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। উখিয়ার উন্নয়নে উখিয়া ক্রাইম নিউজ ডটকম গণমাধ্যমের অগ্রযাত্রা শুভ হোক এটাই কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া ক্রাইম নিউজ ডটকমের সম্পাদক মাহমুদুল হক বাবুল, উখিয়া প্রেসক্লাবের সদস্য সুলতান মাহমুদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা হামিদুল হক, উপজেলা নির্বাহী প্রকৌশলী সুমন মাহমুদ, সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফা তালুকদার, এ সময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউপির প্যানেল চেয়ারম্যান সরওয়ার কামাল পাশা, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ, নুর মোহাম্মদ সিকদার, জসিম উদ্দিন চৌধুরী, এসএম আনোয়ার, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর মোহাম্মদ শেখর, উখিয়া নিউজ ডটকম এর সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহাম্মদ, সিএসবি ২৪ ডট কমের সম্পাদক পলাশ বড়ুয়া, উখিয়া ক্রাইম নিউজ ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক শ.ম.গফুর, ঘুমধুম প্রতিনিধি আজিজুল হক, শফিউল্লাহ শাহিন, এনজিও কর্মী নাসির সিকদার, উপকূলীয় প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।