ইউনিয়ন প্রতিনিধি:
রামুতে যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। আহত যুবকের নাম ফরিদুল আলম (৩৫)। তিনি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দক্ষিণ রাজারকুল ছাগলিয়াকাটা এলাকার মৃত মোহাম্মদ হাসানের পুত্র। এ ঘটনায় তার (ফরিদুল আলম) স্ত্রী আসমা বেগমও আহত হয়েছেন। মূমুর্ষ অবস্থায় ফরিদুল আলমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদুল আলমের স্ত্রী জানান, বুধবার ১৭ আগষ্ট সকাল ১১টার দিকে ওই এলাকার আহমদের ছেলে আবদু শুক্করের কাছে পাওনা টাকা চাইতে যান তার স্বামী ফরিদুল আলম। এসময় কথা কাটাটির জের ধরে আবদু শুক্কুর এবং একই এলাকার আজগর আলীর ছেলে রহিম দা দিয়ে ফরিদুল আলমের মাথায় এবং দেহের বিভিন্নস্থানে কোপ দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারিরা তাকেও লাটি-সোটা দিয়ে মারধর করে এবং এ নিয়ে থানায় মামলা না করার জন্য হুমকি দেয়।
এদিকে দা এর কোপে গুরুতর আহত ফরিদুল আলম অতিরক্ত রক্তক্ষরণের ফলে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফরিদুল আলমের স্ত্রী আসমা বেগম আরো জানান, তার খুবই অসচ্ছল। যে কারণে চিকিৎসকের পরামর্শ পেয়ে স্বামীর চিকিৎসা করাতে পারছেন না। এ ব্যাপারি তিনি ন্যায় বিচার পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।