মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সারাদেশের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত মোট ১ হাজার ৪৭৪জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) মাউশির উপপরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত এক আদেশে কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের খবর নিশ্চিত করা হয়েছে।
চাকরি স্থায়ীকরণ হওয়া ওই ১ হাজার ৪৭৪ জন কর্মচারীর মধ্যে ১৫০ জন হিসাব রক্ষক, ৪৩৫ জন অফিস সহকারী, ৪৫৭ জন অফিস সহায়ক এবং ৪৩২ জন নিরাপত্তা প্রহরী রয়েছে। এই কর্মচারীদের আনুষঙ্গিক সুবিধাসহ পূর্বের চাকরির ধারাবাহিকতা বজায় রেখে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দৈনিকশিক্ষাকে বলেন, দীর্ঘদিন ঝুলে থাকা এই স্থায়ীকরণ আদেশ জারি করায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. শেখ মো: ওয়াহিদুজ্জামানের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
সমিতির মহাসচিব মো. জাকির হোসেন বলেন, অনেক সহকর্মী অকালে মারা গেছেন কিন্তু তাদের পরিবার কোনো সুবিধা পায়নি শুধু স্থায়ীকরণ হয়নি বলে। মহাপরিচালক আমাকে কয়েকমাস আগে কথা দিয়েছিলেন, তিনি আমাদের দাবীর বিষয়ে খুবই আন্তরিক এবং সুযোগ পেলেই আমাদের কাজটি করে দেবেন। তিনি বলেন, সারাদেশের কর্মচারীরা নামাজ পড়ে দোয়া করছেন মহাপরিচালককে।