অনলাইন ডেস্কঃ
রাঙামাটির জুরাছড়িতে এক গ্রাম প্রধানকে গুলিতে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় একদল বন্দুকধারী। রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লুলাংছড়ি এলাকায় এই হামলা হয় বলে জুরাছড়ি থানার ওসি মো. শফিউল আজম জানিয়েছেন।
নিহত পাত্থর মনি চাকমা (৬০) লুলাংছড়ির গ্রাম প্রধান ছিলেন।
ওসি শফিউল আজম বলেন, “ঘটনার খবর পেয়েই সেখানে ফোর্স গেছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। তবে গ্রাম প্রধান বা কার্বারি পাত্থরমনি চাকমা মারা গেছেন, এটা নিশ্চিত।”
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে নিজ বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করার সময় সশস্ত্র হামলাকারীরা বাড়ি ঘেরাও করে এবং বাড়িতে ঢুকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
“প্রাথমিক দেখায় তার শরীরে একাধিক গুলির ক্ষত চিহ্ন দেখা গেছে।”
তবে কে বা কারা কিংবা পাহাড়ের বিবাদমান কোনো আঞ্চলিক দল অথবা অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাহাড়ের চার আঞ্চলিক দলের কেউই এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেনি। নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী বা সমর্থক দাবি করে কোনো বিবৃতিও আসেনি কোনো সংগঠন থেকে।
সূত্র: বিডিনিউজ