অাবুল কাশেম সাগর:
কক্সবাজারের টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি টেকনাফ সরাসরি স্পেশাল বাস চালকসহ ১৩ হাজার ৬০০শ পিচ ইয়াবা অাটক করেছে।যার অানুমানিক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি অাবুল কালাম অাজাদের নেতৃেত্বে এসব মাদকদ্রব্য ইয়াবা ও বহনকারী গাড়িসহ চালককে অাটক করা হয়।
পুলিশ কর্মকর্তা অাবুল কালাম অাজাদ জানান, কক্সবাজার মূখী গাড়ি নং কক্সবাজার জ ১১-০১০৭ করে একটি ইয়াবার চালান যাওয়ার সংবাদ পেয়ে অভিযান চালায়। এ সময় গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬০০শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়ি চালক টেকনাফের জালিয়া পাড়া গ্রামের হাজী ছব্বির অাহমদের ছেলে জালাল অাহমদ ( ৩৫) কে অাটক হয়। ওই সময় পুলিশের অভিযান টের পেয়ে ওই গাড়ির দুই সহকারী
(হেলপার) পালিয়ে যায়। অাটককৃত চালককে জিঞ্জাসাবাদের ভিত্তিতে অপর আসামীদেরও অাটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
এদিকে অাটক চালককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।