মোঃ নাজমুল হুদা, লামাঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় ও জেলা পরিষদের আয়োজনে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ধাপ মোকাবেলায় বান্দরবানের ৫নং ইউনিয়নের ৩’শত ৬০ জন অসহায়, দুঃস্থ কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।০৩ জুলাই”২০২১ইং শনিবার সকাল ১১টার সময় ৫নং সরই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে লামা সদর ও রুপসী ইউনিয়নেও বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি করে চাউল। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করছেন।
এ সময় বিতরণ কাজে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল, লামা উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।