মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামা পৌরসভায় আর্থিক সহায়তা পেল ৩’শত পরিবার। বুধবার (৭ জুলাই, ২০২১ ইং-) সকালে লামা পৌরসভা কার্যালয়ে করোনাকালীন অসহায়, খেটে খাওয়া ও খাদ্য নিরাপত্তায় নানামুখী উদ্যোগের অংশ বিশেষ এ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল,ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজা রশিদ।
আরও প্রাণী সম্পদ অফিসার মোঃ ইছহাক আলী, পিআইও মোঃ মজনুর রহমান,প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা, সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির,কাউন্সিলর মোঃ রফিক, মমতাজ উদ্দীনসহ মহিলা কাউন্সিলর,সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
সূত্র জানায়,লামা পৌরসভার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহয়তা হিসেবে ৩০০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট ১,৫০,০০০ টাকা বিতরন করা হয়।