গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ:
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট শনিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদির সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়। সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া।
উক্ত সভায় টেকনাফ উপজেলা হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির দায়িত্বরত সদস্যরা।
সভায় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, পৌর মেয়র হাজী মো: ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আকতার মেলি, সদর ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়া, পৌর যুবলীগের মনজুরুল করিম সোহাগ, টেকনাফ মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহম্মদ, পৌরসভার ১নং কাউন্সিলার মো: শাহ আলম, ডাক্তার এনামুল হক, টিটু কুমার শীল, প্রনয় রুদ্র, ও টেকনাফ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভা শেষে টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে আসা রোগী কল্যাণ তহবিল থেকে ৭ জন দুস্থ রোগীদের মাঝে ৭২ হাজার টাকা চেক বিতরণ করা হয়।