মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানে লামায় পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১২ জুলাই,২০২১ ইং-) সকালে লামা পৌরসভা কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন লোকের মাঝে উক্ত চাল বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,ইউএনও মোঃ রেজা রশিদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং গজালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, লামা পৌর সভার নগর পিতা (মেয়র) মোঃ জহিরুল ইসলাম,লামা উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ।