মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আন্দারী বাজারে মুদি দোকানে তল্লাশী চালিয়ে অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনীর লামা সাব জোন। ২৩ বীর আলীকদম জোন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
১৬ জুলাই ২০২১ইং রাত ১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করে লামা সাব জোন কমান্ডার মেজর শেখ আব্দুল্লাহ্ আল ফারাবী। আটক মোহাম্মদ মহিউদ্দিন (৫০) সরই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতলী পাড়ার মো: তবিউল্লাহ্ এর ছেলে।
অভিযানে মুদির দোকানে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লোকান গান এবং দুই রাউন্ড রেডবল কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত লোকাল গান ও দুই রাউন্ড রেডবল কার্তুজ লামা থানায় হস্তান্তর করা হয়।