নিজস্ব প্রতিবেদক, রামুঃ
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত প্রকৌশলী রামু অফিসের চর নিবাসী মোহাম্মদ নুরুল আলম সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ কৃষকলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাবেয়া হকের পিতা।
শনিবার (২৪ জুলাই) মধ্যরাত ২ টায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, এক ভাই, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখতে মরহুমের বাড়িতে ছুটে যান, প্রতিবেশী, আত্মীয়-স্বজন সহ শুভার্থীরা।
মরহুম মোহাম্মদ নুরুল আলম সিকদার কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁর কুল ইউনিয়নের অফিসের চর সিকদার পাড়া এলাকার মরহুম রফিক সিকদারের ছোট ছেলে, মরহুম হাশমত আলী সিকদারের নাতি। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুর মোহাম্মদ সিকদারের ছোট ভাই। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রকৌশলী আমিনুল হক ভুট্টো ও বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউল হক জিয়া’র পিতা।
তিনি রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠী আবদুল আলী সিকদার বংশের একাদশ পুরুষ, হায়দার আলী সিকদার প্রজন্ম। ওই বংশের সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
মরহুম মোহাম্মদ নুরুল আলম সিকদার ২০০৪ সালেবাংলাদেশ বিমান এয়ারলাইন্স প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন।
রবিবার (২৫ জুলাই) বিকালে আছরের নামাজের পর রামু ফতেখাঁরকুল সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ (ইসলামীয়া এমদাদিয়া কাছেম উলুম মাদ্রাসা সংলগ্ন) মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন, মরহুমের ভাতিজা লিংকরোড় উম্মে হাবিবা বালিকা মাদ্রাসার সুপার আ হ ম নুরুল কবির হিলালী।
নামাজে জানাযা পূর্বে মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী হায়দার, মরুহুমের বড় ভাই ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক সদস্য নুর মোহাম্মদ সিকদার, বড় ছেলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রকৌশলী আমিনুল হক ভুট্টো ।
নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল আলম সিকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ্ খালেদ প্রমুখ।