ক্রীড়া ডেস্কঃ
অলিম্পিকের পুরষ ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। মিশরকে হারিয়ে টোকিও অলিম্পিকসের ফুটবল ইভেন্টে সেমি-ফাইনালে উঠল দলটি।
সাইতামা স্টেডিয়ামে শনিবার কোয়ার্টার-ফাইনালের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গতবারের সোনাজয়ীরা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন চুনহা মাথেউস।
শেষ চারে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। এদিন শেষ আটের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে তারা হারায় ৬-৩ গোলে।
‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখা ব্রাজিল পুরো ম্যাচে আধিপত্য করে। গোলের উদ্দেশে তারা শট নেয় মোট ১১টি, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে পাঁচ শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে মিশর।
ব্যবধান গড়ে দেওয়া গোলটি আসে ম্যাচের ৩৭তম মিনিটে। বাম প্রান্ত থেকে রিশার্লিসনের বাড়ানো বল পেয়ে ডি-বক্সের মাঝ থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন মাথেউস।
একই দিন কোত দি ভোয়াকে ৫-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে স্পেন। ফাইনালে যেতে তাদের পেরুতে হবে জাপান বাধা।
একই দিন অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে টাইব্রেকারে নিউ জিল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে ওঠে জাপান। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র ছিল ম্যাচটি।
সূত্রঃ বিডিনিউজ