প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের রামুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ আগষ্ট) সন্ধ্যায় রামু চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে রামু উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার -৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে ১৫ আগস্ট সূর্য উদয় ক্ষনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, ৯ টায় ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ -মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ১১ টায় অস্বচ্ছল, এতিম, দুস্থ ও হাসপাতালের রোগীদের মাঝে খাদ্য বিতরণ এবং বিকাল ৪ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা। এছাড়া রামু উপজেলার বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিকালের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন- কক্সবাজার -৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষকলীগ সভাপতি মো. সালাহ উদ্দিনসহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, সৈনিকলীগ, ওলামালীগ, মৎসজীবিলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশন, বাস্তুহারালীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।