আবদুল হামিদ, বাইশারী:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪নং দোছড়ি ইউনিয়নের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার ২২ আগষ্ট সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ হলরুমে তাদের আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইউপি সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, জেলায় উন্নয়নকে অগ্রধিকার দেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। তাই দোছড়িকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য চেয়ারম্যান-মেম্বারদের কাজ করতে হবে।
শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো: শফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল প্রমুখ।