আব্দুল হামিদ, বাইশারী:
ঈদগড়-ঈদগাঁও সড়কে ছাত্রলীগ নেতা, ব্যবসায়ী ও হেডম্যান মুহুরীসহ ৩জনকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.২০ টায় রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের ধুংচাকাটা নামক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন, বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির রাশেদ (২৬), ২৮৩নং আলীক্ষ্যং মৌজা হেডম্যানের মুহুরী হাবিবুর রহমান (৫৫) ও রামু গর্জনিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার নেজাম উদ্দিন (২৬)।
প্রত্যক্ষদর্শী রফিক আহমদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার সময় ঈদগড় থেকে বাইশারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হিল লাইন নং- কক্সবাজার: চ-১১-০১০৬ নং একটি বাস ঈদগড় অরণ্যের ধুংচাকাটা নামক এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা ১০/১২ জনের মুখোষধারী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের জিম্মী করে গহীণ অরণ্যে নিয়ে যায়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসাসহ রামুর ঈদগড়-ঈদগাঁও পুলিশ ঘটনাস্থলে অভিযানে নেমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে এবং অপহৃতদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।
এছাড়া প্রত্যক্ষদর্শী ড্রাইবার মোঃ মিয়া জানান, সন্ত্রাসীরা যাত্রীদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা, ৩০টি মোবাইল সেট, ৫ ভরি স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায়। অপহৃত ব্যক্তিদের পরিবারের মাঝে চলছে কান্নার রুল।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের রামু কে বলেন, তার নেতৃত্বে অপহরণ এলাকায় ঈদগড় পুলিশ, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ এবং বাইশারী পুলিশ সহ অর্ধশতাধিক পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।