আঃ রামু ডেস্কঃ
মাস্টার্স ১ম পর্বে ভর্তির রিলিজ স্লিপের মেধাতালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির রিলিজ স্লিপের মেধাতালিকা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে মেধা তালিকা জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU লিখে স্পেস দিয়ে ATMP লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া রাত ৯টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions ও admissions.nu.edu.bd) মেধা তালিকা প্রকাশ করা হবে।