শহিদুল ইসলাম, উখিয়া:
১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজারের আওতাধীন ঘুমধুম বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেন। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪৮ হাজার ৫শত টাকা বলে বিজিবি জানিয়েছেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
ঘুমধুম বিওপির কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান বুধবার ভোর রাতে ঘুমধুম ইউনিয়নের কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি কার্টুন উদ্ধার করেন। কার্টূনের ভিতরে ৬ হাজার ৯শত প্যাকেট বার্মিজ মারবেল সিগারেট রয়েছে বলে বিজিবি জানিয়েছেন।
১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।