নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ।
২০১০ সালের ২৭ আগষ্ট তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিসাধীন ছিলেন বরেণ্য এ রাজনীতিবিদ।
ঢাকা থেকে অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর মরদেহ আনা হয় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের নিজ বাড়িতে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-জ্ঞাপনের জন্য তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কক্সবাজার স্টেডিয়ামে। সেখানে ওসমান সরওয়ারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ঈদগাঁও কেজি স্কুল ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে মন্ডল পাড়া পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। সেখানেই এখন শায়িত আছেন কিংবদন্তিতূল্য রাজনৈতিক ওসমান সরওয়ার আলম চৌধুরী।
মরহুমের পুত্র সাংসদ আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল জানিয়েছেন, শনিবার সকাল ১১টায় তাঁর বাসভবন ওসমান ভবনে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৯৩৭ সালের ১৮ অক্টোবর কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ওসমান সরওয়ার আলম চৌধুরী। বাবা মালেকুজ্জামান সিকদার ও মা পরান সোনা। বাবা মালেকুজ্জামান ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন বোর্ডের সৃষ্টিলগ্ন থেকেই আজীবন প্রেসিডেন্ট ও সমাজকর্মী।