মোঃ নাজমুল হুদা, আলীকদম থেকে ফিরেঃ
বান্দরবানের আলীকদম ২টি স্বতন্ত্র ও ২টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ শেষ রাত সাড়ে ৮ টার নির্বাচন অফিসের ফলাফল উপজেলার ৪ টি ইউনিয়নের ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জয়নাল আবেদিন।
আনারস ৩৪১৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস রহমান নৌকা-৩২১২ ভোট পেয়েছে।
আলীকদম ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান পদে মোঃ কফিন উদ্দীন আনারস প্রতীকে ২৪৩৩ ভোট এবংফৌগ্য মার্মা নৌকা ১৯৫৪ ভোট।
আলীকদম সদর মোঃ নাছির উদ্দীন নৌকা প্রতীকে ৩৩২১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার জিহাদ চৌধুরী মোটর সাইকেলে ৩০২২ ভোট ও বাদশা মিয়া আনারস প্রতীকে ৮৭৬ ভোট।
এছাড়াও শেষ খবর পাওয়া পর্যন্ত কুরুকপাতা ইউনিয়নে নৌকার প্রার্থী ক্রাংপু মুরং নৌকা প্রতীক এগিয়ে রয়েছেন বলে অমর্থিত সূত্রে জানা যায়।