প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গত ২৫ আগষ্ট কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টে কক্সবাজার জেলার বৃহত্তম সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন “কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি” ও মাদককে নিরুৎসাহিত করি এবং সেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করি “অধুমপায়ী বন্ধুু সংঘ”(ঢাকা) কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। এতে ৫০০ জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও এ মানুষদেরকে রক্তদানে উৎসাহিত করা হয়।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা হাসান মেহেদী রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হাসান ইকবাল রিপন (সাংগঠনিক সম্পাদক,কক্সবাজার জেলা ছাত্রলীগ)। আনোয়ার হোসেন (আহবায়ক, অধূমপায়ী বন্ধু সংঘ,ঢাকা) আল আমিন মাহমুদ (ডোনার’স ক্লাব ঢাকা)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ আল মক্কী (এডমিন, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজ্ঞা মুদিতা ভীক্ষু (উপদেষ্টা, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি)
অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্পাদন করেন আশরাফুল হাসান রিসান রিশাদ (এডমিন, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি)। এতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন প্যানেল সদস্য, আব্দুল হামিদ, সায়েদ রানা, মোঃ হামিদ, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, জামাল হোসাইন, নজরুল ইসলাম তারেক, মিনা আক্তার,গিয়াস উদ্দিন এবং কার্যকরি প্যানেল সদস্য মো: আব্দুল্লাহ, ছোটন বড়ুয়া, রমজান আলি নিরব, শফিকুর রহমান, আরিফুল ইসলাম, ফয়েজুল ইসলাম এবং কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি ও অধুমপায়ী বন্ধু সংঘ (ঢাকা) এর এক ঝাক তরুণ সেচ্ছাসেবী।