প্রজ্ঞানন্দ ভিক্ষু:
কক্সবাজারের রামু উপজেলার কলেজছাত্র রমিজ বড়ুয়ার (১৯) উপর হামলার ঘটনায় আহত রমিজ বড়ুয়ার পিতা ২৫ আগস্ট বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে (মামলা নং ২৫১)।
মামলায় রমিজ বড়ুয়ার উপর সরাসরি হামলাকারী শাহ আলমকে প্রধান এবং শমশু আলমের ছেলে মোঃ ইমরান, পেটান আলীর ছেলে রুবেল, মৃত ছগির আহম্মদের ছেলে সাহাব উদ্দিন, গোলাম সোবহানের ছেলে হারুন, রমজান আলীর দুই ছেলে ইউনুছ, এবং ইছমাইলকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ওসি প্রভাস চন্দ্র ধর আমাদের রামু কে জানান, রমিজ বড়ুয়ার পিতা সাগরজিৎ বড়ুয়াবাদী হয়ে মামলা করেছেন। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে কলেজছাত্র রমিজ বড়ুয়ার উপর স্থানীয় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। হামলায় রমিজ বড়ুয়া পীঠে মারাত্মক জখমপ্রাপ্ত হয়। রমিজ বড়ুয়া চট্রগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তিনি রামুর ফতেঁখারকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া গ্রামের সাগরজিৎ বড়ুয়ার ছেলে।