সোয়েব সাঈদঃ
রামুর ঐতিহ্যবাহি মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা মোঃ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবিবার, ২ জানুয়ারি দুপুরে ফতেখাঁরকুল ইউপি সদস্য প্রতিনিধি রোকন উদ্দীনের সভাপতিত্বে এবং রামু উপজেলার সহকারি শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাছানের উপস্থিতিতে পূর্ণাঙ্গ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, নির্বাচিত সহ-সভাপতি মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মো. এনামুল হক, সদস্য রতন শর্মা, বেনেজির হাসান রিটা,আতিকুল হক, মো. আলী ইসলাম, সাউদা হাসিন লাভলি, হালিমা আকতার, শিক্ষক প্রতিনিধি জয়শ্রী বড়ুয়া। মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সেলিনা আকতার, রহিমা বেগম, নাছিমা খানম, নাসরিন আকতার, নাছিমা আকতার, রিনা বড়ুয়া, অফিস সহায়ক মো. রিফাত প্রমুখ।