এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার সমুদ্র সৈকতে পুরাতন অবকাঠামো পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজী আব্দুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিভিন্ন পয়েন্ট নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন।
এসময় প্রতিনিধি দলের সাথে সৈকতের ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোকপাত হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক রাসেল, তুষার আহমেদ ও ফারজানা রহমানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আব্দুর রহমান আমাদের রামু কে জানান, আগামী কয়েক বছরের মধ্যে বদলে যাবে কক্সবাজার। পর্যটন শিল্প বিকাশের লক্ষে পুরো সৈকতের আশেপাশে সরকারি পুরোনো স্থাপনা সরিয়ে নতুন ভাবে দৃষ্টিনন্দন স্পট গড়ে তোলা হবে।
এ লক্ষে পুরোনো অবকাঠামো গুলোর বর্তমান অবস্থা তদারকি করা হচ্ছে। সার্বিক বিবেচনা করে ওইসব পুরোনো অবকাঠামোর বিপরীতে সৈকতের সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিকল্পিত স্থাপনা নির্মাণ করা হবে। তবে এ ক্ষেত্রে কোন ব্যবসায়ী বা কারো ক্ষতি করা হবে না। প্রয়োজনে বর্তমানে পুরোনো অবকাঠামোতে অবস্থানরত ব্যবসায়ীদের নতুন স্থাপনায় ব্যাপক পরিসরে প্রতিষ্ঠিত করা হবে।