নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি রেজি: নং ৬৯০ এর বহুপ্রতিক্ষিত নির্বাচন আগামী ১৭ ফ্রেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৎমধ্যে সহ-সভাপতি পদের প্রার্থী মো: জমির হোছাইন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
মঙ্গলবার (১৫ ফ্রেব্রুয়ারী) সকালের দিকে চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ পরিবহণ সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মাধ্যমে সহ-সভাপতি প্রার্থী মো: জমির হোছাইন নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।
জানাগেছে,চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ৪ ফ্রেব্রুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় বেঁধে দেয়া থাকলেও পারিবারিক ভাবে নানা সমস্যার কারণে সহ-সভাপতি প্রার্থী মো: জমির হোছাইন তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারেনি। নির্বাচনের সহ-সভাপতি প্রার্থী জমির হোছাইন পারিবারিক সমস্যা ও তার ছোট্ট বাচ্চা খুবই অসুস্থ জনিত কারণে দীর্ঘ ৫ দিন ধরে জম জম হাসপাতালে রয়েছে। পরে তার অবস্থ্য আরো কঠিন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চাকে রেফার করেন। তার এহেন পরিস্থতি ও বিভিন্ন সমস্যা উত্থাপন করে মঙ্গলবার সকালে অনুষ্টিতব্য নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন ও সংবাদ সম্মেলন মাধ্যমে অত্র নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো সভাপতি প্রার্থী মো: জমির হোসেন হোছাইন বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারী চকরিয়া-লামা-আলীকদম- থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আমি সহ-সভাপতি পদে প্রার্থী ছিলাম। আমার ব্যক্তিগত ও পারিবারিক নানা অসুবিধার কারণে অত্র নির্বাচনে সহ-সভাপতি পদের প্রার্থী থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। এনিয়ে সমিতির সম্মানিত সকল সদস্য কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ রহিল।