সোয়েব সাঈদ, রামুঃ
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালংয়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন।
ওসি আনোয়ারুল হোসাইন আরো জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় জানতে পারি রামু থানার পূর্ব ধেছুয়াপালং এলাকায় রাস্তার পাশে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। ওই সংবাদে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।