বাইশারী প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকা থেকে ৪ জন সন্দেহভাজন যুবককে আটক করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ।
১ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময় বাইশারী বাজারের পাশে আব্দুর রশিদ ভুলু কোম্পানীর অফিস কাম বাসা থেকে তাদের আটক করা হয়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুছা আমাদের রামু কে বলেন, উক্ত বাসায় ৪ জন অপরিচিত লোক অবস্থানের সন্ধান পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঐ বাসা থেকে আটকের পর তদন্ত কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ব্যাঙডেবার মুখ নামক স্থানে ডেইরি ফার্ম স্থাপনের জন্য এসেছেন বলে জানান।
আটককৃতরা জানান, বাইশারী বাজার থেকে তাদের ফার্ম এলাকা কাছে হওয়ায় তারা উক্ত বাসা ভাড়া নিয়েছেন। আটককৃতরা হলো ১. তোফাজ্জল হোসেন (৩৬), পিতা- আব্দুল রহমান, দক্ষিণ বাড্ডা, ঢাকা-প ১৩, থানা- বাড্ডা, ঢাকা; ২. ফায়সাল কাদির আকন্দ (৩০), পিতা- এম.এ কাদির আকন্দ, সাং- বকপাসিয়া, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর; ৩. আবু সাঈদ রতন (৩৬), পিতা- আবু তাহের, সাং- বাড্ডা, থানা- বাড্ডা, জেলা- ঢাকা; ৪. মাহবুব আলম (২৮), পিতা- আব্দুর রশিদ, সাং- ইনানি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার বলে পুলিশের নিকট স্বীকার করেন।
পুলিশ জানায় বহিরাগত ও অপরিচিত লোকজন হওয়ায় সন্দেহভাজন হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই বাছাইয়ের পর সঠিক তথ্য পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটককৃতরা সাংবাদিকদের নিকট জানান, তারা একটি ডেইরি ফার্ম করার জন্য ঈদগড় ইউনিয়নে ব্যাঙডেবার মুখ নামক স্থান থেকে ৩ একর জায়গা ক্রয় করে ওসমান ডেইরি নামে সাইনবোর্ড লাগিয়ে কাজ শুরু করেছেন। তারা দেশ বিরোধী কোন কর্মকান্ডে জড়িত নেই বলে দাবি করেন।