অনুপম বড়ুয়া টিপু :
ফ্রান্সে বসবাসরত জুম্মরা বিঝু /বৈসাবি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় ফ্রান্সের প্যারিসের অদুরে বননোয়েলের স্থানীয় মিলনায়তনে ইউরোপিয়ান জম্মু ইনডিজেনাস কাউন্সিল ফ্রান্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রথম পর্বে ফ্রান্সস্থ মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমাদর্শী মহাথের’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউরোপিয়ান জম্মু ইনডিজেনাস কাউন্সিল ফ্রান্সের সভাপতি শাক্যমিত্র চাকমা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন ইউরোপিয়ান জম্মু ইনডিজেনাস কাউন্সিল এর উপদেষ্টা সুদর্শন চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসি চাকমা ও তরুণ চাকমা।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।