এম.এ আজিজ রাসেল:
জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হাজী মোঃ ইলিয়াছ এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আহমদ, সিভিল সার্জন ডাঃ পুচনু ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
সভায় বক্তরা বলেন, কোরবানীর পশুর হাটে সার্বিক নিরাপত্ত নিশ্চিত করতে হবে। পশুর হাটে দালাল ও প্রতারকদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
এছাড়া পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় জেলা পুলিশ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে পর্যটন স্পটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়ানো হবে। থাকবে র্যাবসহ স্ট্রাইকিং ফোর্স। সভায় দ্রব্যমূল্য স্বাভবিক রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।